প্রেস রিলিজ:
ঝিনাইদহ জেলায় অনলাইনে সংঘটিত বিভিন্ন অপরাধ দমনের জন্য সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ঝিনাইদহ গঠন করা হয়। ঝিনাইদহ সাইবার সেল গঠন হওয়ায় পর থেকে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সাইবার পেট্রোলিং করে থাকে। এছাড়াও তারা ক্লু-লেস মার্ডার, ডাকাতি, দস্যুতা, বিকাশ প্রতারণা, অনলাইন জুয়া, সাইবার বুলিং, হারানো মোবাইল উদ্ধার, ভিকটিম উদ্ধারে প্রযুক্তিগত সহায়তা সহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধ দমনে কাজ করছে।
এরই ধারাবাহিকতায় ঝিনাইদহ জেলা থেকে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৮৪টি মোবাইল ফোন দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো জনাব মোঃ ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার, ঝিনাইদহ অদ্য ১৬/০৩/২০২৫ খ্রিঃ এ পুলিশ সুপার সম্মেলন কক্ষে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন। সে সময় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস(এমএফএস) এর মাধ্যমে নেওয়া ৬৪,৪১০/- টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে প্রদান করা হয়।
